আমি মোঃ শরিফুল আলম। পেশাগত জীবনে আমি একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি আমি একজন সমাজকর্মী। ইংরেজি ভাষা ও সাহিত্যে আমি স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রী অর্জন করি। শিক্ষকতা ও সৃষ্টির সেবার পাশাপাশি আমি একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে দেশব্যাপী কাজ করে থাকি।
আসলে জীবন কী, জীবনের উদ্দেশ্য কী? কে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন? কী লক্ষ্যে পাঠিয়েছেন? আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব? আমার পূর্বপুরুষরা সবাই কোথায় গিয়েছেন? এসব প্রশ্ন আমাকে তাড়িত করেছে। শুধু কী খাও-দাও-ফুর্তি করো দফা হয়ে যাও এজন্যই জীবন? নাকি জীবনের কোন মহান লক্ষ্য আছে? এ প্রশ্ন প্রতিনিয়তই মনে জেগেছে। উত্তর পেয়েছি পবিত্র কোরআনের ৬৭ নম্বর সূরা, সূরা মূলক এর ২ নম্বর আয়াতে। এ আয়াতে আল্লাহ সোবহানাহু তা’য়ালা বলেন, ’তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন ।’ অর্থাৎ, সৎকর্ম বা সৃষ্টির সেবার লক্ষেই পৃথিবীতে আমার আগমন।
আবার সূরা আছর এর ২-৩ আয়াত ‘বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষ অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। বিশ্বাসী ও সৎকর্মশীলরা সঙ্ঘবদ্ধভাবে পরস্পরকে সত্যের পথে উদ্বুদ্ধ করে। আর (প্রতিকূলতার মুখে) ধৈর্যের (সাথে পরিস্থিতি পরিবর্তন ও আত্মশুদ্ধির জন্যে নিরলস প্রয়াস চালানোর) উপদেশ দেয়।’ আয়াতগুলো আমাকে এ উপলব্ধিতে উপনীত করলো যে, শুধু নিজে নিজে, একা একা সৎকর্ম করলেই হবে না; অন্যকেও সৎকর্মে উদ্বুদ্ধ করতে হবে। গড়তে হবে পরিশুদ্ধ, শুদ্ধাচারী এক মানবিক মহাসমাজ। বুঝতে পারলাম যে স্রষ্টার প্রতিনিধি হিসেবে – I have a mission to be fulfilled. আর সে মিশন এর অংশ হিসেবেই এ প্লাটফর্মে আমার পদচারণা।
বাংলা ভাষাভাষী পাঠকদের চিন্তার জগতকে, জীবনদৃষ্টিকে ইতিবাচকভাবে পরিবর্তনের লক্ষ্যে, আত্মশুদ্ধির লক্ষ্যে, চুড়ান্ত বিচার দিবসে পরিশুদ্ধ আত্মা ও সফল মহাজাগতিক সফর নিয়ে উপস্থিতির লক্ষেই আমার https://valomanush.com/ ব্লগটির পথচলা।