Privacy Policy

এটি একটি প্রাইভেট ব্লগ সাইট। ব্লগটির একজনই লেখক বা ব্যবহারকারী। অন্যকারো উক্ত ব্লগটিতে User হিসেবে Sign in করার সুযোগ নেই। যে কেউ পাঠক হিসেবে ব্লগটিতে Log in করতে পারবেন এবং যে কোন আর্টিকেল এর উপর মন্তব্য Post করতে পারবেন। মন্তব্য গ্রহন বা বাতিল করার সম্পূর্ণ এখতিয়ার ব্লগারের একক সিদ্ধান্ত।

ব্লগটিতে কোন Visitor এর কোন ধরনের তথ্য সংগ্রহ বা সংরক্ষণ করা হয় না। ব্লগটিতে রাষ্ট্র বিরোধী, ধর্মীয় উস্কানিমূলক, বিভ্রান্তিমূলক, আইন বিরোধী বা অশুদ্ধাচারী কোন লেখা Post করা হয়না এবং এ ধরনের কোন মন্তব্যও অনুমোদিত হয় না। ইতিবাচক ও গঠনমূলক যে কোন মন্তব্য, পরামর্শ সবসময়ই প্রত্যাশা করি ও দ্রুততম সময়ের মধ্যে গ্রহণ ও বাস্তবায়ন করার চেষ্টা করি।

ব্লগটিতে গুগল এ্যডসেন্স এ্যপ্রুভাল থাকতে পারে।

  • এই ব্লগের সর্বস্বত্ত্ব অ্যাডমিন কর্তৃক সংরক্ষিত। পূর্বানুমতি ছাড়া এই ব্লগে প্রকাশিত/প্রচারিত কোনো ব্লগ পোস্ট, সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও বা যো কোন কনটেন্ট অন্য কোথাও পোস্ট করা যাবে না। 
  • ব্লগে প্রকাশিত/প্রচারিত কোনো সম্পূর্ণ ব্লগ পোস্ট, সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও বা যো কোন কনটেন্ট অন্য কারো সাথে শেয়ার করা যাবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই ব্লগের প্রকৃত লিংক/হাইপার ঠিকানা ব্যবহার করে করতে হবে। 
  • ব্লগের যে কোন কন্টেন্টের অংশবিশেষ উদ্ধৃতি হিসেবে ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে ব্লগ কন্টেন্টের ক্রেডিট লিংক উল্লেখ করতে হবে।